শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন

শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান?শিমুল মূল খেলে কি হয় জানতে  আগ্রহী হন তাহলে আমাদের আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।


শিমুল-মূলের-উপকারিতা-ও-খাওয়ার-নিয়ম

 আপনারা অনেকেই মনে করে থাকেন শিমুল মোড় শুধুমাত্র পুরুষদের জন্য উপকারী কিন্তু না এটি নারী পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আজকে রাতে গেলে আমরা শিমুল মূলের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। 

পেইজ সূচিপত্র : শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম 

 শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না।তৃণমূলকে প্রাকৃতিক ভায়াগ্রা বা বাংলার জিংসেন ও বলে থাকে অনেকে। এটি গ্রামে গঞ্জে হাটে বাজারে স্কুল কলেজ প্রায় সব জায়গাতেই শিমুল গাছ রয়েছে। বর্তমানে গাছের সংখ্যা অনেক কমে এসেছে। কিছু কিছু জায়গায় ঔষধি গাছ হিসেবে এই চারা শিমুল গাছ চাষ করা হচ্ছে। আমরা অনেকেই এটাকে শুধু তুলা গাছ হিসেবে চিনি এর ঔষধি গুনাগুন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এই গাছ যখন ছোট থাকে চারা গাছের মূল যখন বড় হয় আঠা ও কাটা থেকে শুরু করে ফুল বীজ ছাল প্রত্যেকটি অংশই ঔষধি গুনে ভরপুর।

 শিমুল মূলের উপকারিতা :

  1.  শিমুল মূল নারী ও পুরুষ উভয়ের জন্যই উপকারী। মহিলাদের ব্যথাযুক্ত ঋতুস্রাব ও অতিরিক্ত ঋতুস্রাবে শিমুল মূল খুবই উপকারী। 
  2. পুরুষদের ক্ষেত্রে  যৌন দুর্বলতা দূর করে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। পুরুষদের শুক্রের তারল্য দূর করে ও শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে।
  3.  যাদের শরীর  সব সময় দুর্বল লাগে ও ক্লান্তি অনুভূত হয় তারা শিমুল মূল খেতে পারেন।
  4.  যারা দীর্ঘদিন ধরে রক্ত আমাশয় ভুগছেন তাদের ক্ষেত্রে শিমুল মূল বেশ উপকারী 
  5.  অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়া হয় যদি শিমুল মূল দিয়ে তৈরি বেস্ট ক্ষতস্থানে লাগালে ভালো কাজ করে।
  6.  অনেকে মেস্তা দূর করতে শিমুল মূল ব্যবহার করে থাকে।
  7.  ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিমুল মূলের পাউডার বা চূর্ণ বেশ উপকারী এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে 
  8.  ত্বকের যত্নে চুল পড়া কমাতে ও খুশকি  দূর করতে শিমুল মূলের প্যাক বেশ উপকারী 
  9.  যাদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় তাদের জন্য শিমুল মূল কার্যকরী এছাড়া কিডনি কার্যকর রাখতে ও শিমুল মূল বেশ উপকারী 
  10.  আমাদের লিভার ও রক্ত পরিষ্কার করে যার প্রভাব আমাদের ত্বকে দেখতে পাই ত্বক হয় উজ্জ্বল।
  11.  যাদের পেটের সমস্যা গ্যাস ও এসিডিটি ও হজমে সমস্যা রয়েছে তাদের জন্য শিমুল ফুলের পাউডার সাহায্য করে।
  12. অনেক আয়ুর্বেদ চিকিৎসকরা মনে করেন, মহিলাদের হরমোনাল সমস্যায় বা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে তাদের জন্য শিমুল মূল প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে।
  13.  যেহেতু এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে শিমুল মূল   সহায়ক ভূমিকা পালন করে।
  14.  শিমুল গাছের ছাল ঘা সারাতে সহায়তা করে রক্ত আমাশয়তা দূর করে। শিমুল গাছের ছাল ফোড়ার উপরে প্রলেপ দিলে উপকার হয়।
  15.  কোষ্ঠকাঠিন্য  দূর করতে শিমুল মূলের জুড়ি নেই 

শিমুল মূল খাওয়া সঠিক নিয়ম

  1.  পুরুষদের ক্ষেত্রে চারা শিমুল গাছের মূল অর্থাৎ যে গাছটা চার থেকে পাঁচ হাত পর্যন্ত হয়েছে শিকড়ের একেবারে নরম অংশ থাকে সেই মূলটা নিয়ে ভালোভাবে বেটে ১/২ চামচ পরিমাণ নিয়ে তার সাথে ২ চামচ মধু মিশিয়ে এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেলে খুবই ভালো উপকার পাওয়া যায়।
  2.  এছাড়া শিমুল মূলের পাউডার খাওয়া যেতে পারে। ভালো হয় শিমুল মূল ছোট ছোট করে কেটে ভালোভাবে রোদে শুকিয়ে চূর্ণ করে ছেঁকে নিয়ে একটি পরিষ্কার বোতলে রেখে দিতে পারেন। সেখান থেকে এক চামচ পাউডার ২ চামচ মধুর সাথে মিশিয়ে এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন।
  3.  তবে আপনারা যারা দুধের সাথে মিশে খেতে পারবেন না বা খেতে চান না সেক্ষেত্রে পানির সাথে মিশেও খেতে পারেন।
  4.  অনেকেই আছে শিমুল মূলের চূর্ণ বা পাউডার খেলে পেটের সমস্যা হতে পারে। তাদের ক্ষেত্রে শিমুল মূলের শুধু পানি খেলেও উপকার পাবেন। এক্ষেত্রে এক থেকে দুই চামচ শিমুল মূলের পাউডার এক গ্লাস পানি সাথে ভিজিয়ে বা মিশিয়ে রাখতে পারেন সকালবেলা খালি পেটে সে পানিটা পান করতে পারেন। 
  5. এছাড়া শিমুল মূলের উপরের ছাল ছাড়িয়ে  চিবিয়ে খেতে পারেন।
  6. শিমুল মূল যেহেতু প্রাকৃতিক বা অর্গানিক তাই ফলাফল পেতে কিছু দিন সময় লাগবে সে ক্ষেত্রে ধৈর্য সহকারে খেয়ে যেতে হবে। তবে রোগের ধরন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে শুধু শিমুল মূলেই কাজ হয় না অন্য কোন উপাদান মেশানোর প্রয়োজন হতে পারে সে ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন।তবে ১৮ বছর বয়সের কম যারা তারা শিমুর খাওয়া থেকে বিরত থাকবেন।
  7.  তবে যারা প্রথম দিকে শুরু করবেন তারা প্রথমে অল্প অল্প করে সেবন করবেন। তবে যে সকল মহিলারা দুগ্ধ দান করে তাদের এড়িয়ে চলাই ভালো।
  8.  এছাড়া যাদের অ্যালার্জি সমস্যা বা অন্য কোন শারীরিক সমস্যা রয়েছে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারপর খাবেন।
  9.  প্রদরে  উপকার পেতে শিমুলের কচি মূল গাওয়া গিয়ে ভেজে নিতে হবে নামাবার সময় তাতে সামান্য সন্ধ্যব লবণ মেশাতে হবে এরপর দেড় গ্রাম পরিমান নিয়ে দুবেলা খেতে হবে

শিমুলের মূল কাঁচা খাওয়া যাবে কি?

 শিমুল মূল বিভিন্নভাবে খাওয়া যায়। এক এক সমস্যার ক্ষেত্রে একেক ভাবে শিমুল মূল খেতে হয়। অনেকেই শিমুল মূলের ছাল ছাড়িয়ে চিবিয়ে খায়। কিন্তু অনেকেই আছেন যারা সরাসরি কাঁচা খেতে পারেন না সে ক্ষেত্রে তারা পাউডার বা চূর্ণ করে খেতে পারেন। আবার অনেকেই আছে সেদ্ধ করে খায়। কাঁচা শিমুল মূল কাঁচা খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে। ক্ষেত্রে সরাসরি কাঁচা না খাওয়াই ভালো।

শিমুল-মূলের-উপকারিতা-ও-খাওয়ার-নিয়ম

তবে পুরুষদের ক্ষেত্রে যৌন সমস্যায় চারা শিমুল মূলের একেবারে নরম অংশ বেটে এক চা চামচ শিমুল মূল করার শিমুল মূল ২ চা চামচ মধু ও এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। সমস্যার দূর করতে বড় প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিমুল মূলের পাউডার বা সেদ্ধ করে শিমুল মূল সেদ্ধ করে খেলে নানা রকম শারীরিক উপকারিতা পাওয়া যায়। তবে দুগ্ধ দানকারী মহিলা ও যাদের এলার্জি সমস্যা রয়েছে সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করায় উত্তম।

শিমূল মূলের পার্শ্ব প্রতিক্রিয়া

 শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।এর কোন অপকারিতা নেই তবে আপনি যদি সঠিক নিয়ম মেনে না খান অথবা দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে খেয়ে যান সে ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খেলে কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা বমি হতে পারে। শিমুল মূল রক্তচাপ কমাতে সাহায্য করে সেক্ষেত্রে যাদের নিম্ন রক্তচাপ আছে তাদের শিমুল মূল এড়িয়ে চলা ভালো। তবে যদি খেতে হয় সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সেবন করতে হবে।

 কিছু কিছু মানুষের ক্ষেত্রে শিমুল মূল খেলে এলার্জি হতে পারে। ছাড়াও যারা দুগ্ধ দানকারী মহিলা ও গর্ভবতী মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে শিমুল মূল সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। কারণ গর্ভকালীন সময় মহিলারা নিয়মিত কিছু ওষুধ খেয়ে থাকে শিমুল মূল খেলে সেই ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে শিমুল মূল না খাওয়াই উত্তম। তবে অতিরিক্ত খাওয়া ও বিরতিহীন ভাবে খাওয়া  উচিত নয়।

খালি পেটে শিমুল মূল খাওয়ার উপকারিতা

 শিমুল মূল একটি ভেজস উপাদান যা আমাদের শরীরের নানাবিধ উপকার করে। এর ঔষধি গুণের কারণে যুগ যুগ ধরে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এটি ব্যবহৃত হয়ে আসছে। শিমুল মূল বিভিন্ন ভাবে খাওয়া যায় এটি পাউডার বানিয়ে, সেদ্ধ করে অথবা বেটেও খাওয়া যায়। তবে খালি পেটে শিমুল মূল খাওয়ার কিছু উপকারিতা ও রয়েছে। এটি মহিলাদের মাসিক চলাকালীন সময় অতিরিক্ত রক্তস্রাব কমাতে সাহায্য করে। এটি পুরুষদের শারীরিক ও যৌন দুর্বলতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। হজম শক্তি উন্নত করতেও সহায়ক ভূমিকা পালন করে।

 আরো পড়ুন :

শিমুল মূল পাউডার কোথায় পাওয়া যায়?

বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গাছ দেখা যায়। শিমুল মূল পাউডার আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারেন। সবথেকে ভালো ফলাফল পাবেন।সাধারণত স্থানীয় বা লোকাল বাজার, বানিয়াতি দোকান, বিভিন্ন ভেজোষ পণ্যের দোকান, বিভিন্ন অনলাইন প্লাটফর্ম বা অনলাইন পেইজ, গ্রামবার শহরের হাটে বাজারেও শিমুল মূল পাউডার বিক্রি করতে দেখা যায়। বাংলাদেশের অনেক এলাকায় ঔষধি গাছ হিসেবে এই চারা শিমুল গাছ চাষ করা হচ্ছে।

 শিমুল মূল যদি আপনারা নিজের সংগ্রহ করতে না পারেন অবশ্যই কোন বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করবেন। কারণ অনেকেই শিমুল মূলের কচি অংশ পাউডার না করে মূলের শক্ত অংশ শত পাউডার করে বাজারজাত করে। এক্ষেত্রে রেজাল্ট পেতে সমস্যা হতে পারে অথবা সময় লাগতে পারে। তবে আপনারা নিজেই 
 শিমুল মূল সংগ্রহ করে ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে রৌদ্রে শুকিয়ে তারপর সেটাকে চূর্ণ বা পাউডার করে ছেঁকে নিয়ে একটি পরিষ্কার বোতল বা বয়নে রেখে দিতে পারেন।

 শিমুল মূল কতদিন খেতে হয়?

কোন কিছুই একটানা বিরতিহীন ভাবে খাওয়া উচিত নয়। কিছুদিন খাওয়ার পর বিরতি দেওয়া উচিত। বেশি মন মোর যেহেতু একটি প্রাকৃতিক বা অর্গানিক জিনিস এটির ফলাফল আসতে  কিছুদিন সময় লাগে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি এক্ষেত্রে আপনারা শিমুল মূল বা শিমুল মূল চূর্ণ খেতে পারেন। শিমুল মূল শরবতেও খেতে পারেন অথবা আলাদা খেতে পারেন। অনেকেই দেখা যায় বিকেল বেলা শরবত খাই।

 শরবত খেতে গেলে সেখানে শিমুল মূল বিজল ঘন্টা তালমাখনা তোকমা যষ্টি মধু মিশিয়ে খেতে পারি সে ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সমাধান ধীরে ধীরে হবে। যাদের শুক্র তারল্য রয়েছে প্রতি শিমুল মূল এর ছাল ছাড়িয়ে একটি রাতে একটি খেতে পারেন। এভাবে আপনি ২১ দিন ১ মাস পর্যন্ত খেতে পারেন সে ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা শিমুল মূলের পরিবর্তে অন্যান্য জিনিস শিমুল মূল বলে চালিয়ে দিতে পারেন বা শিমুল মূলের পাউডার বলে চালিয়ে দিতে পারে সে ক্ষেত্রে আপনি ফলাফল পাবেন না। 

কাঁচা শিমুল মূল খাওয়ার উপকারিতা 

শিমুল গাছ দুই রকমের হয়ে থাকে একটি হচ্ছে  শ্বেত শিমুল অন্যটি হচ্ছে লাল শিমুল। আর এই মূল বা সাদা শিমুল গাছে প্রচুর ঔষধি গুন রয়েছে। মনে করেন শুধু যৌন সমস্যার সমাধানের জন্য কাঁচা শিমুল মূল ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু না অন্যান্য আরো শারীরিক সমস্যার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। শিমুল মূল কাঁচা, পাউডার করে অথবা সেদ্ধ করে বিভিন্নভাবে খাওয়া যায়। চলুন জেনে নিন কাঁচা শিমুল মূল খেলে যেসব উপকার পাওয়া যায়।

  1.  এছাড়া যাদের বহুমূত্র রয়েছে এখানে বহুমূত্র বলতে ডায়াবেটিস কে বোঝানো হচ্ছে না। অনেকেই আছেন যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে কাঁচা শিমুল মূল ৮ থেকে ১০ গ্রাম পিসে বা বেটে দুইবার খেতে পারেন আশা করি আপনার বহুমূত্র অনেকাংশেই কমে যাবে।
  2.  যাদের প্রস্রাবে জ্বালাপোড়া বা মুত্রহীনতা রয়েছে তাদের ক্ষেত্রে কাঁচা শিমুল মূল বেশ কার্যকর।
  3.  এছাড়া গনোরিয়া গনোরিয়া রোগের ক্ষেত্রে সাদা শিমুলের কয়েকটি পাতা পাটাতে পিষে রস করে ২০ থেকে ২৫ গ্রাম দিনে দুইবার খাওয়া যেতে পারে।
  4.  পোড়া ঘা বা শরীরের ক্ষতস্থান ২ গ্রাম শিমুল মূল সমপরিমাণ পানির সাথে খেতে পারেন এবং সেই সাথে কাঁচা শিমুল মূল বেটে সেই ক্ষতস্থানে দিলেই অল্পদিনেই সে আঘাত ভালো হয়ে যায়।
  5. অনেকের শরীরে পানি হয় অর্থাৎ পা ফোলা মুখ খোলা চোখ ফোলা এক্ষেত্রে সাদা কাঁচা শিমুলের মূল বেটে নিয়ে সকাল বিকালে ১০ গ্রাম করে খেতে পারেন এক্ষেত্রে শরীরের ফোলা অনেকাংশেই কমে যায়।
  6.  শিমুল মূল হজম সমস্যা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে বেশ কার্যকর।

শিমুল গাছের মূল কোথায় পাওয়া যায় ও শিমুল মূল চূর্ণের দাম 

শিমুল মূলের গাছ বাংলাদেশের সর্বই পাওয়া যায়। শিমুল মূলের ঔষধি গুনের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে এর চাষ হচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ শিমুল বাগান তাহিরপুর, সুনামগঞ্জের জেলায় অবস্থিত। তবে বাংলাদেশের সব জেলাতেই এই শিমুল গাছ দেখা যায়। মন আপনার স্থানীয় বা লোকাল বাজার, বানিয়াতি দোকান, বিভিন্ন ভেজোষ পণ্যের দোকান, বিভিন্ন অনলাইন শপ এ পাওয়া যায়।

 শিমুল মূল চূর্ণের দাম সাধারণত জায়গা দোকান ও কোয়ালিটি ভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন বিভিন্ন অনলাইন শপে ১০০ গ্রাম শিমুল মূল পাউডারের দাম ১৮০ টাকা শুরু করে ২৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যেমন তারা যে ১০০ গ্রাম শিমুল মূল পাউডার এর দাম  ১৮০-২২০ পর্যন্ত হয়ে থাকে। বাজারে বা লোকাল দোকানে ১৭০/১৮০ টাকায় শিমুল মূল পাউডার বিক্রি করে থাকে। তবে কচি শিমুলের মূল এর দাম পাউডারের তুলনায় কম। তবে আপনারা চাইলে চারা শিমুল মূল সংগ্রহ করে ছোট ছোট করে টুকরো করে কেটে ভালোভাবে রোদে শুকিয়ে ঘরে বসেই এই চূর্ণ তৈরি করতে পারেন।

শিমুল মূল পাউডার খাওয়ার নিয়ম 

পুরুষের বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে শিমুল মূল গুড়া অত্যন্ত কার্যকরী। ডায়রিয়া ও রক্ত আমার সঙ্গে খেতে শিমুল মূলের গুঁড়া বেশ উপকারী।খোস পাঁচড়া নিরাময় এবং ত্বকের যত্ন ব্যবহৃত হয় এই শিমুল মূল গুড়া। এখন প্রশ্ন হল কিভাবে খাবেন এই শিমুল মূল পাউডার? শিমুল মূল পাউডার সেবনের সবথেকে উৎকৃষ্ট পন্থা হচ্ছে দুধের সাথে মিশিয়ে পান করা। তবে দুধের সাথে মিশিয়ে খেতে না চাইলে শুধু পানির সাথে মিশিয়ে খেতে পারেন।শিমুল মূল পাউডার কখনোই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়।

বীর্য মূলের উপকারিতা গুলো কি কি?

 বীর্য মূল এমনই একটি মূল যেটি খেলে শুক্র তারল্য  বীর্য তারুল্য তোর হয় ও বীর্যের ঘনত্ব বেড়ে যায়। এ ছাড়া স্বপ্নদোষের ক্ষেত্রেও এটি বেশ কাজ করে। এছাড়া মেয়েদের শ্বেতপ্রদর বা সাদা স্রাব এর ক্ষেত্রে বীর্য মূল বেশ উপকারী। যৌন শক্তির ধারক বা বাহক বলা যায় পাশাপাশি আমাদের শুক্র তারুল্যকে দূর করে। এবং নিয়মিত সেবন করলে ধীরে ধীরে শুক্রুকে ঘন করে এবং কাম ইচ্ছাকে তীব্র করে। বীর্য মূল গাছ দেখতে কিছুটা আমাদের হলুদ গাছের মত কিন্তু বীর্য মূল গাছটা কিছুটা কালচে রঙের। এই গাছের নিচে মুলটি  ধারণ করে।

 এই মূলটি যদি সকাল বেলা খালি পেটে একটা অথবা দুটো চিবিয়ে খান তাহলে প্রথমে কিছুটা পিচ্ছিল মনে হবে পরবর্তীতে আস্তে আস্তে ঘন হবে। এই মূলটি যদি সকাল এবং রাতে নিয়মিত দুবেলা করে ২/৩ সপ্তাহ খান তাহলে শুক্র তারল্য শুক্রের মধ্যে স্পার্ম  কমে যাওয়া সমস্যার সমাধান হবে।তার পাশাপাশি যৌন সমস্যা স্বপ্নদোষ এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করা যায়। তবে আমার শরীরে শারীরিক সমস্যা যেমন লিভারের সমস্যা কিডনির সমস্যা অনেক বেশি স্ট্রেস এর মধ্যে থাকা এক্ষেত্রে এই ভেজষ গুলোর সেবনে আমরা ততটা সুফল পাই না। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ও চিন্তা মুক্ত মন সুস্থ জীবন গড়তে হবে।

শেষ কথা:শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

শিমুল মূলের উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করেছি। প্রকৃতির মধ্যেই আমাদের নানা রকম শারীরিক সমস্যার সমাধান রয়েছে কিন্তু আমরা সেটাকে অবহেলা করি অনেকেই। শিমুল মূল একটি নয় একাধিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করে আপনি যদি সঠিক নিয়ম মেনে পরিমিত সেবন করেন তাহলে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুন্দর জীবন গড়তে সক্ষম হবেন। কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল।

 আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ধৈর্য সহকারে ওষুধ সেবন করতে পারিনা। কিন্তু প্রাকৃতিক বা ভেজ উপাদান গুলো কাজ করতে কিছুটা সময় লাগে সেক্ষেত্রে ধৈর্য সহকারে সেবন করলেই আপনি ভালো ফলাফল পাবেন। বাজার থেকে কেনা দামি দামি ওষুধের চাইতেও অনেক বেশি দামি হচ্ছে প্রকৃতির এই শিমুল মূল। এবং এটি দামে অনেক সস্তা তাই এটিকে অবহেলা না করে আপনার সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে শুরু করে দিন। যে পর্যন্তই যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে পরিচিতজন ও বন্ধু-বান্ধবের নিকট শেয়ার করার জন্য অনুরোধ রইল।
















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Growwithnazmin এর'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url