সাগরকন্যা কুয়াকাটা
বঙ্গপসাগরের তীরে অবস্থিত অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত যা বরিশাল বিভাগের পটুইয়াখালী জেলায় অবস্থিত।এটি কক্সবাজারের পর বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।এটি প্রাই ১৮ কিলমিটার দীর্ঘ এবং খুবই চওরা।এর প্রধান আকর্ষণ সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য একসঙ্গে উপভগ করা যায়।এর একপ্রান্তে সূর্যোদয় এবং অন্য প্রান্তে সূর্যাস্ত দেখার সুযোগ পর্যটকদের আকর্ষণ করে।
কুয়াকাটার প্রধান দর্শনীয় স্থানসমুহ
১।কুয়াকাটা সমুদ্র সৈকত
এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত একইসঙ্গে দেখা যায়।সমুদ্রের ঢেউ ও ধূসর বালির এবং ধুসর বালির সৈকত পরযতকদের মনমুগ্ধ করে।এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক খাবার,নারিকেল ও স্থানীয় কুতিতর শিল্পের দোকান ও পাওয়া যায়।
২।শুটকি পল্লীঃ কুয়াকাটারে শুটকি পল্লী বেশ পরিচিত ও নামকরা যেখানে প্রচুর পরিমাণ শুটকি মাছ শুকানো হয়। এখানে আসলে আপনি স্থানীয় জেলেদের শুটকি মাছ তৈরীর প্রক্রিয়া দেখতে পাবেন চাইলে এখান থেকে কিনেও নিতে পারবেন।
৩।রাখাইন পল্লীঃ এখানে আসলে আপনি রাখাইন জনগোষ্ঠীর বসতি জীবনধারা ও সংস্কৃতি দিয়ে সাথে পরিচিত হতে পারবেন। রাখাইনদের তৈরি বিভিন্ন ধরনের কারো শিল্প যেমন ব্যাগ, কাপড় ও বিভিন্ন ধরনের সৌখিন জিনিসপত্র কিনতে পাওয়া যায়
৪।মিসকিপাড়া বৌদ্ধমন্দিরঃ
ঐতিহ্যবাহী এই মন্দির রাখাইন সম্প্রদায়দের পরিচয় বহন করে। এই মন্দিরের একটি বড় বুদ্ধমূর্তি রয়েছে যা বাংলাদেশের অন্যতম প্রাচীন বুদ্ধমূর্তি গুলোর মধ্যে একটি।
৫।ইকোপাক ও ঝাউবনঃ
কুয়াকাটার এই ইকোপার্ক কলাপাড়া উপজেলায় অবস্থিত। ঝাউ গাছের শাড়ি ও শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে।
৬।গঙ্গামতির চরঃ
পর্যটকরা সকালে এসে এই চরে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করে। প্রকৃতি প্রেমীদের সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে।
৭।ফাতরার চরঃ
এটি একটি ছোট্ট দ্বীপ যা কুয়াকাটা থেকে কিছুটা দূরে অবস্থিত। অপরূপ সৌন্দর্যে ভরা এই দ্বীপে রয়েছে নানা রকম বন্যপ্রাণী ও পাখি।
৮।লেবুর চরঃ
এটি একটি দ্বীপ যা কুয়াকাটার কাছাকাছি অবস্থিত এখানেও রয়েছে নানা ধরনের বন্য প্রাণী ও পাখির সমাহার। এই দিকটিতে নৌকায় করে যেতে হয়। খুব শান্ত ও নিরিবিলি পরিবেশ এখানে মাছ ধরার সুযোগ রয়েছে।
৯।লাল কাকড়ার চরঃ
এটি সমুদ্র সৈকতের পূর্ব দিকে প্রসারিত একটি চরের অংশ। এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় যার চারদিকে ছড়িয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে।
১০।বারমিজ মার্কেটঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের মত এখানকার বার্মিজ মার্কেট পর্যটকদের মূল আকর্ষণ। এই বার্মিজ মার্কেটটি মূলত রাখাইন সম্প্রদায়ের দ্বারা পরিচালিত। এই মার্কেটটি রাখাইন পল্লীর কাছেই কুয়াকাটার কেন্দ্রে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি সামগ্রী কসমেটিক্স কাপড়, ব্যাগ বিভিন্ন সৌখিন জিনিসপত্র পাওয়া যায়।
১১।লালুয়া মসজিদঃ
এটি কলাপাড়া উপজেলায় অবস্থিত লালুয়া মসজিদ। লালুয়া ইউনিয়নের অন্তর্গত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।
১২।ঝিনুক বীচঃ
কুয়াকাটার সমুদ্র সৈকতের আরেকটি আকর্ষণীয় স্থান হল ঝিনুক বিচ । বীচের পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা এই ঝিনুক গুলো পর্যটকদের কাছে এক মনমুগ্ধকর দৃশ্য তৈরি করে
Growwithnazmin এর'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url