শহরে ছাদবাগান ছাদ বাগানের উপকারিতা কি কি
ভূমিকা
হাত বাগান নতুন কোন ধারনা নয়।অতি প্রাচীন সভ্যতায় ও ছাদবাগানের ইতিহাস চোখে পড়ে।আমাদের দেশে নগরায়ন বৃদ্ধি ও জনসংখ্যা বাড়ার ফলে সবুজ ক্রমশ কমে যাচ্ছে সেখানে ছাদবাগান শহরের মানুষদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ।পারিবারিক এর পুষ্টির চাহিদার পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে ও খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন।
ছাদবাগান থেকে ফল ফুল যে পরিমাণে পান না কেন সেটা আপনার। আপনি চাইলে কাউকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু গাছ লাগানোর মাধ্যমে যে অক্সিজেন পাবেন সেটার ভাগ আপনি ধরে রাখতে পারবেন না।এই অক্সিজেন আপনি সহ আপনার চারপাশে সবাই ভোগ করতে পারবে।এতে করে উপকৃত হবে।আমার আজকের এই আর্টিকেলে আমরা জানব ছাদ বাগান কি ও ছাদবাগানের উপকারিতা বা ছাদ বাগানের গুরুত্ব।
ছাদ বাগান কি?
বিল্ডিং বা পাকা বাড়ির ছাদে বা বাসার বেলকনিতে বিজ্ঞানসম্মত উপায়ে ফলমূল শাক
সবজি চাষ করাকে ছাদবাগান বলে।
হাত বাগানের উপকারিতা বা গুরুত্ব
পরিবেশ রক্ষা করে
ছাদবাগান শহরের দূষিত বাতাস পরিশুদ্ধ করে।বিশেষজ্ঞদের মতে ছাদের ওপর করা গাছপালা
বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে যা
মানুষের শ্বাস নেয়ার জন্য অপরিহার্য।ছাদবাগান ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
উপরিতল ঠান্ডা রাখে।ফলে বাড়ির ভেতরের তাপমাত্রা এবং শীতকালে তাপ ধরে রাখতে
সাহায্য করে।
প্রাকৃতিক সান্নিধ্য ও মানসিক শান্তি প্রশান্তি
শহরের ব্যস্ত জীবনে নিজের মত করে সময় কাটানোর জন্য এবং মনকে প্রফুল্ল রাখার জন্য
ছাদ বাগান একটি উৎকৃষ্ট জায়গা।গল্প করা,আড্ডা দেওয়া ছাদের সবুজ চত্বরে বিনোদনের
একটি সুযোগ পাওয়া যায়।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, গাছের কাছে থাকার অভ্যাস
রক্তচাপ ও মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে।
টাটকা শাকসবজি ও ফলফুল পাওয়া যায়
নিজবাগান থেকে পাওয়া শাক সবজি ও ফলমূল সম্পূর্ণ কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত
হয়ে থাকে। যা আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি স্বাস্থ্য
সুরক্ষার নিশ্চিত করে।তাছাড়া লাগানো বাগানে ফলমূলের স্বাদও ভিন্ন হয়ে
থাকে।
ভবনের সুরক্ষা ও স্থায়িত্ব বৃদ্ধি করে
চাঁদ বাগান সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ও তাপ থেকে ছাদকে রক্ষা করে।ফলে
ছাদের উপাদানের ক্ষয় কম হয় ও স্থায়িত্ব বাড়ে।তাছাড়া বৃষ্টির পানি ধরে রাখতেও
সাহায্য করে।গবেষণা থেকে জানা যায় ছাদ বাগান যুক্ত ভবনের তাপমাত্রা তিন থেকে
পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে।
আর্থিক সুবিধা
পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পর সবজি ফলমূল বাজারে বিক্রি করে যায়।
বায়োডাইভারসিটি বা জীব বৈচিত্র্য বৃদ্ধি
ছাদবাগানের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা যেমন মিটে তেমনি পোকামাকড়, পাখি ও
অন্যান্য জীবের আশ্রয়স্থল তৈরি হয়।শহরে যেখানে অধিক জনসংখ্যার চাপে সবুজায়ন
ধীরে ধীরে কমে যাচ্ছে সেখানে ছাদ বাগান জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়ক ভূমিকা
পালন করে।
কর্মসংস্থান সৃষ্টি করে
হাত বাগানের মাধ্যমে যেমন বাড়তি আয় করা যায় অবসর সময় কাটানো যায় তেমনি ছাদ
বাগানে সবজি ও ফুল ফল স্বাবলম্বী হওয়া সম্ভব।আপনি যদি সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে
ছাদে চাষ করেন তাহলে এখান থেকে শুধু পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি স্বচ্ছল
আয় করা সম্ভব।এতে করে বাজারে দ্রব্যের যে কৃত্রিম সংকট তৈরি হয় তা হ্রাস করা
যায়।
গাছপালার সংখ্যা বৃদ্ধি করে
কর্মসংস্থানের বা জীবিকা নির্বাহের জন্য জন্য মানুষ শহর মুখি হচ্ছে আর এতে করে
শহরের জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে।এই ক্রমবর্ধমান সংখ্যার বাসস্থানের ও
বিভিন্ন অবকাঠাবো তৈরি করতে গিয়ে নির্বিচারে গাছপালা নিধন হচ্ছে।আর এতে করে
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। ছাদবাগান করার মাধ্যমে কিছুটা হলেও
গাছের সংখ্যা বৃদ্ধি ও অক্সিজেন সরবরাহ হচ্ছে।
Growwithnazmin এর'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url