অনলাইনে ছবি বিক্রি করে আয় সম্পর্কে বিস্তারিত জানুন

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় খুঁজছেন? তাহলে বলবো আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এর ব্লগে অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় সম্পর্কে জানতে পারবেন।

অনলাইনে-ছবি-বিক্রি-করে-আয়

 আপনি যদি একজন দক্ষ ফটোগ্রাফার হন তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে খুবই আপলোড করে তিন টাকা ইনকাম করতে পারবেন।অনেক ওয়েবসাইট রয়েছে আপনি ছবি আপলোড করতে পারবেন আজকে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব।

পেইজ সূচিপত্র: অনলাইনে ছবি বিক্রি করে আয় 

 অনলাইনে ছবি বিক্রি করে আয়

অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করা একটি জনপ্রিয় ও লাভজনক উপায়। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে আপনার ক্যামেরায় তোলা ছবিগুলোকে করে টাকা আয় করতে পারবেন। আপনি আপনার তোলা ছবিগুলোতে বিভিন্ন ধরনের স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট গুলোতে আপলোড করে সেখানে বিক্রি সেখানে বিক্রি করতে পারেন। হয়তো ভাবছেন স্টক ফটোগ্রাফি আবার কি স্টক ফটোগ্রাফি হচ্ছে এমন ছবি যেগুলো বিভিন্ন ধরনের বিজনেস ব্লগ বিজ্ঞাপন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে ব্যবহারের জন্য বিক্রি করা হয়।

আরো পড়ুনঃভিডিও দেখে ইনকাম করার সেরা অ্যাপস ও ওয়েবসাইট

আপনার তোলা যে ছবিগুলো ইউনিক প্রফেশনাল এবং হাই কোয়ালিটি সম্পন্ন হয় সেই ছবিগুলো সব স্টক মার্কেটপ্লেস গুলোতে আপলোড করে  এখানে আপনি সেগুলোকে বিক্রি করে এখান থেকে ভালো একটি পরিমান টাকা আয় করতে পারেন। এখানে কিন্তু অনেকেই সফল হয়েছে। মূলত স্টক ফটোগ্রাফির উদ্দেশ্য হল এমন ছবি প্রদান করা যে ছবিগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে  যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন বিজ্ঞাপন ব্লগ কন্টেন্ট ক্রিয়েশন সকল ক্ষেত্রে আমরা যে উপাদান গুলো গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করি  এই ছবিগুলোকেই আমরা স্টক ফটোগ্রাফি বলা হয়।আপনার ছবিগুলো যদি বিশেষ কোনো থিম বা অকেশন এর উপর নির্ভর করে তোলা হয়ে থাকে যেমন ঈদ ভ্যালেন্টাইনস ডে এই দিবসগুলোর উপলক্ষে ছবি তুলে আপলোড করলে বিক্রির পরিমাণ বেড়ে যাবে।

ছবি আপলোড করার উপায় ও বিক্রি করবেন কিভাবে?

 অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায় সম্পর্কে অনেকেই আগ্রহী কিন্তু অনেকেই জানেনা ছবি  আপলোড করার উপায় ও বিক্রি করবেন কিভাবে।বেশ কিছু জনপ্রিয় স্টক ওয়েবসাইট রয়েছে সাইডগুলোতে আপনি আপনার তোলা ছবিগুলো আপলোড করতে পারেন যেখানে ছবিগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন সাটার স্টক। বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সাটার স্টক একটি।সাটার স্টকে আপনাকে কন্ট্রিবিউটর একাউন্ট করে নিতে হবে। আপনি কোনটি কোন কন্ট্রিবিউটার একাউন্ট ক্রিয়েট করলেই এখানে ছবি আপলোড করতে পারবেন।

এই ওয়েব সাইটে প্রতিটা ছবি আপলোড করার জন্য আপনাকে ১০ সেন্ট করে দেওয়া হবে। আপনি যত বেশি ছবি ডাউনলোড করবেন আপনি তত বেশি আয় করতে পারবেন। আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো এডব স্টক বা মাইক্রো স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট। এই সাইটে ও আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার তোলা ছবি আপলোড করলে তারা সেই ছবিটা  রিভিউ করবে আপনার ছবিটা যদি প্রফেশনাল হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয় এবং এডব স্টক এর যে গাইডলাইন নীতিমালা রয়েছে তা মেনে যদি ছবি আপলোড করতে পারেন এরপর তারা ছবি আপলোড করলে এখান থেকেও আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন।

ছাড়াও রয়েছে গেটি ইমেজ (getty image) প্রিমিয়াম, ওয়েবসাইট রয়েছে আই স্টক। ওয়েবসাইট গুলো থেকে আপনারা পেওনিয়ার মাধ্যমে টাকা তুলতে পারবেন। আপনার প্রিয় নেয়ার অ্যাকাউন্ট না থাকলে আপনি একাউন্ট খুলে নিবেন। আপনি ডিএসএলআর বা ফোন ক্যামেরা চাই ব্যবহার করেন না কেন ক্যামেরার সেটিংস টা চেঞ্জ করে দিয়ে হাই কোয়ালিটির সেটিংস একটিভ  করে দিতে হবে যেন আপনার কোয়ালিটিটা একদম বেস্ট রেজুলেশনে উঠাতে পারেন।

ছবি বিক্রি করার ওয়েবসাইটের তালিকা

 অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চাইলে আপনাকে বেশ কিছু ভালো ও জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে যেগুলোর মাধ্যমে আপনি ছবি আপলোড করে আয় করতে পারবেন। বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করে আয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রশ্ন হল আপনি ছবিগুলো কোথায় বিক্রি করতে পারবেন। বেশ কিছু জনপ্রিয় স্টক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি ছবি আপলোড করে বিক্রি করতে পারবেন।যেখানে ছবি বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনই কিছু ওয়েবসাইটের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো।

সাটার স্টক 

বিশ্বে সবচাইতে যতগুলো বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট আছে তার মধ্যে সাটার স্টক একটি। এখানে আপনাকে কন্ট্রিবিউটর একাউন্ট ক্রিয়েট করতে হবে।কন্ট্রিবিউটর একাউন্ট ক্রিয়েট করলেই আপনি এখানে ছবি আপলোড করতে পারবেন। প্রতিটা ছবি বিক্রি হওয়ার জন্য আপনাকে ১০ সেন্ট  করে দেওয়া হয়। আপনি যত বেশি ছবি ডাউনলোড করবেন যে তত বেশি আয় করতে পারবেন।

এডোবি স্টক
আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট অথবা মাইক্রোস্কোপ ফটোগ্রাফি ওয়েবসাইট হচ্ছে। এখানেও আপনি আপনার তোলা ছবিগুলো কে আপলোড করতে পারবেন। এখানেও আপনাকে যে কনট্রিবিউটর একাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনি ছবি আপলোড করলে তারা সেই ছবিটাকে রিভিউ করবে আপনার ছবিটি যদি প্রফেশনাল ও কোয়ালিটি সম্পন্ন হয় এবং আপনি যদি এডোবি স্টকের নীতিমালা মেনে যদি আপলোড করেন তাহলে তারা আপনার ছবিগুলো কে এপ্রুভ করবে এখন আপনি সেখান থেকে ভালো পরিমান আয় করতে পারবেন।
গেটি ইমেজ 
এটি একটি প্রিমিয়াম ওয়েবসাইট এই সাইটেও আপনি আপনার তোলা ছবি আপলোড করে আয় করতে পারবেন।

আই স্টক 
আই স্টক হল গেটিং ইমেজের আলাদা একটি প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার তোলা ছবিগুলো আপলোড করতে পারবেন তারপর ছবিগুলো যখন ডাউনলোড হবে আপনি এখান থেকেও আয় করতে পারবেন।

ড্রিমিটি
এটিও একটি জনপ্রিয় ওয়েবসাইট এখানেও ছবি আপলোড করার জন্য আপনাকে প্রথমে কন্ট্রিবিউটর একাউন্ট তৈরি করতে হবে এরপর প্রাসঙ্গিক কিওয়ার্ড যে ছবি আপলোড করতে হবে ছবি। এখানে আপনি যত বেশি ছবি আপলোড করবেন গ্রাহকদের কাছে ছবি পৌঁছে দেওয়া সম্ভাবনাও তত বেশি এবং আপনি ভাল পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন।


আলমি
আপনি যদি খুব ভালো ছবি তুলতে পারেন তাহলে বলব এই প্ল্যাটফর্মটি আপনার জন্য আপনি একটি কন্ট্রিবিউটর একাউন্ট খুলে কেউ আর সেট করে ছবি আপলোড করুন এপ্রুভ হলে আপনি এই ওয়েবসাইটের ছবি আপলোড করা শুরু করতে পারবেন। এখানে সাধারণত  $. ২৫ দিয়ে অর্থ প্রদান শুরু করে ছবি ডাউনলোডের সংখ্যা ও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে বাড়তে থাকে।
 ফ্রি পিক (freepick)
অন্যান্য ওয়েবসাইটের মত এখানেও আপনাকে কন্ট্রিবিউটর একাউন্ট ক্রিয়েট করতে হবে।এরপর এরপর ভেক্টর গ্রাফিক,পিএইচডি ফাইল ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইন ওয়েবসাইটে আপলোড করুন।আপলোড করুন।ব্যবহারকারীরা যখন আপনার আপলোড করবে তখন আপনি আয় করতে পারবেন সেজন্য আপনাকে অনেক আপলোড করতে হবে। 

কোন ধরনের ছবি দিয়ে টাকা আয় করা যায়?

আপনার মনে প্রশ্ন আসতে পারে কোন ধরনের ছবি টাকা আয় করা যায়। এবং এই ছবিগুলার কোয়ালিটি কেমন হলে এই ওয়েবসাইটগুলো ছবিগুলোকে এপ্রুভ করবে। আপনি যেই ক্যামেরায় ব্যবহার করে থাকেন না কেন সেটা ডিএসএলআর বা ফোন ক্যামেরা আপনার ক্যামেরার সেটিংসটা  পরিবর্তন করে নিয়ে হাই  কোয়ালিটির সেটিংসটা একটিভ করে নিতে হবে। যেন আপনার ছবির কোয়ালিটিটা একদম বেস্ট রেজুলেশনে উঠাতে পারেন।যে ধরনের ছবি দিয়ে টাকা আয় করবেন তা প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদের সাথে তুলে ধরা হলো।
  1. ছবি তোলার আগে আপনাকে একটি থিম বেছে নিতে হবে অর্থাৎ আপনি কোন থিমের উপর ছবি তুলতে পারেন যেমন ন্যাচারাল,ফুড, টেকনোলজি, লাইফ স্টাইল বা অফিস ইত্যাদি। যে কোন একটা থিম নির্বাচন করে সেই থিমের ওপর আপনি যখন ছবিটা তুলবেন সেই ছবিটা যখন আপনি এই ধরনের মার্কেটপ্লেস এ আপলোড করবেন তখন সেটার বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
  2.  আপনি যখন ছবি তুলবেন আপনার ছবিটা যেন স্বচ্ছ হয় এবং আপনার ছবিতে যেন আলো থাকে। আপনি এমন একটি ছবি তুললেন যার সাবজেক্ট এবং অবজেক্ট কোন কিছুই বোঝা যায় না ছবি যদি আপনি তোলেন তাহলে কিন্তু আপনার ছবি রিজেক্ট হবে।
  3.  আপনি যখন ছবি তুলবেন খেয়াল রাখবেন আপনার ছবিটা যেন ব্লার না হয়ে যায় বা আপনার সাবজেক্ট এ এমন কোন অবজেক্ট চলে আসছে যেটার জন্য আপনার ছবিটা দেখতে খারাপ লাগে ধরুন আপনি যখন ফুড ফটোগ্রাফি করবেন তখন যদি আপনি ছবি তোলার গাইডলাইন স্টাডি করে ছবি তুলেন তখন কিন্তু সেটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  4.  অনেকে গুগল এ সার্চ করে অন্যের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে সেটাকে ফটোশপ দিয়ে এডিট করে ওয়েবসাইটে আপলোড করে দেয়। এই ধরনের ছবি কিন্তু আপলোড করতে পারবেন না।
  5.  যেহেতু এগুলো মাইক্রোস্টক ফটোগ্রাফি সাইট প্রত্যেকটা সাইটে আপনি ইউনিক ছবি ব্যবহার করবেন।
  6.  যখন এই ওয়েবসাইটগুলোতে কন্টিবিউটার একাউন্ট ক্রিয়েট করবেন টাইটেল ডেসক্রিপশন ক্যাটাগরি কিওয়ার্ড এই বিষয়গুলো আপনাকে লিখে দিতে হবে। যেমন আপনি যদি প্রকৃতির ছবি তোলেন তাহলে আপনার ক্যাটাগরিতে ন্যাচার সিলেক্ট করে দিতে হবে।
  7.  ছবি আপলোড করার সময় যথাযথ টাইটেল দিতে হবে। টাইটেল এর সাথে ট্যাগ ব্যবহার করতে হবে এবং আপনাকে ডেসক্রিপশনে লিখে দিতে হবে আপনি কি নিয়ে ছবি তুলেছেন। 
  8. চেষ্টা করবেন ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড লিখে দেওয়ার।

অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায়?

 অনলাইনে ছবি বিক্রি করে কত টাকা আয় করা যায় এটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এটা নির্ভর করে ওয়েবসাইটের ধরন ছবির সংখ্যা, ছবির গুণগতমান, লাইসেন্স ইত্যাদির উপর নির্ভর করে কন্ট্রিবিউটরদের ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। যেমন সাটার স্টক ওয়েবসাইটের প্রতিটি ছবির জন্য ১০ সেন্ট করে দেওয়া হয়। এডোবি স্টক মাইক্রোসফট ওয়েবসাইটে লাইসেন্সের অধীনে ছবি বিক্রির জন্য কনট্রিবিউটররা ৩৫% কমিশন পান।

তবে আপনি যখন অনলাইনে ছবি বিক্রি শুরু করবেন প্রথম দিকে আপনার ইনকাম নাও হতে পারে। ছবি দেখে না হলে একদমই হতাশ হবেন না। কারণ এই ছবিগুলো কখন কার প্রয়োজন হবে বলা যায় না। আপনি যদি প্রতিদিন ৩০/৫০  টি ছবি আপলোড করতে পারেন এক বছরের মধ্যে আপনার ছবির ভান্ডার যদি কয়েক হাজার হয় তাহলে আশা করা যায় ১ থেকে ২ বছর পর প্রতিমাসে অন্তত ১০০০ ডলার করে ইনকাম হবে।

 তবে টাইটেল ট্যাগ ক্যাটেগরি ভালো করে দিতে হবে এবং প্রচুর ছবি আপলোড করতে হবে তাহলে আশা করা যায় আপনি একসময় ভালো পরিমান ইনকাম করতে পারবেন তবে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে ধৈর্য ধরে। আজকে আপলোড করে কালকেই যদি টাকা ইনকামের আশা করেন তাহলে বলব এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। আপনি যখন নিয়মিত ছবি আপলোড করতে থাকবেন গুণগত মান সম্পন্ন একটা সময় আপনার ভান্ডারে হাজার হাজার ছবি হবে তখন সেখান থেকে আপনি ভালো পরিমাণ আয় করতে পারবেন।

 বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রি করে আয় করা সম্ভব?

 অবশ্যই বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রি করে আয় করা সম্ভব। আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হন বা দক্ষ হয়ে থাকেন তাহলে আপনিও বিভিন্ন ওয়েবসাইটে ছবি আপলোড করে টাকা আয় করতে পারবেন আজকাল এই পেশাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে এখনো অনেক ফটোগ্রাফার আছে যারা ইন্টারন্যাশনাল ফটো স্টক ওয়েবসাইটের সাথে পরিচিত নয়। যারা এই সেক্টরের সাথে পরিচিত তারা বেশ ভালো ইনকাম করছে আপনিও বাংলাদেশ থেকে অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। আপনি ওয়েবসাইটগুলো থেকে পেওনিয়ার এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
 
আপনি যদি একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে যে কোন ইন্টারন্যাশনাল ফটো স্টপ ওয়েবসাইটে ছবি আপলোড করে সহজেই আয় করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা ব্যক্তি তাদের ব্যক্তিগত ওয়েবসাইটের ছবিগুলো ব্যবহার করার জন্য কিনে নেয় এবং সেখান থেকে কন্ট্রিবিউটাররা একটা কমিশন পেয়ে থাকে। তবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে লেগে থাকতে হবে। হয়তো রাতারাতি অনলাইনে ফটো বিক্রি হবে না তবে আপনি যদি প্রতিদিন অনেক ৩০ থেকে ৪০ টা করে ছবি আপলোড করতে পারেন সে ক্ষেত্রে একটা সময় আপনার ছবির ভান্ডার জমা হবে এবং সেখান থেকে কোনো না কোনো ছবি বিক্রি হবে।

অনলাইনে ছবি বিক্রি করার সময় যে সকল বিষয় আপনাকে মনে রাখতে হবে 

আপনার ফোন বা ক্যামেরা থাকলে যেকোনো ধরনের ছবি তুলে দিয়ে আপলোড করলে ছবি বিক্রি হবে না। অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে হলে আপনাকে কিছু নীতিমালা মেনে তারপর ছবি তুলতে হবে। তাহলে আপনার ছবি বিক্রি করে আয় করা সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি নিয়ম না মেনে ধুমধাম ছবি তুলে আপলোড করেন সেই ছবিগুলো বিক্রি হবে না। আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে আপনাকে যে সকল বিষয় মনে রাখতে হবে তা নিচে তুলে ধরা হলো।
  1.  অনেক নতুন ফটোগ্রাফার নকল ছবির ব্যবহার করে অর্থাৎ গুগলের সার্চ করে অন্য ওয়েবসাইট থেকে ছবি আপলোড করে ফটোশপ দিয়ে এডিট করে সেই ছবিকে আপলোড করে দেয়।এই ধরনের ছবি আপলোড করতে পারবেন না।
  2.  যেহেতু এগুলো মাইক্রোস্টক ফটোগ্রাফি সাইট তাই প্রতিটি ওয়েবসাইটে ইউনিক ছবি ব্যবহার করবেন।
  3.  অনেকে একটি ছবি প্রতিটি আলাদা আলাদা ওয়েবসাইটে দিয়ে থাকে এটা করা যাবে না।
  4.  ভুল ক্যাটেগরিতে ছবি আপলোড করা। আপনি যখন এই সাইটগুলোতে কনট্রিবিউটার একাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনাকে টাইটেল ডেসক্রিপশন ক্যাটেগরি কিওয়ার্ড এগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে।
  5.  কম রেজুলেশন এর ছবি ব্যবহার করবেন না তাহলে সেগুল এপ্রুভ হবে না।
  6.  আপনাকে মনে রাখতে হবে এটি একটি ধৈর্যশীল প্রক্রিয়া আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন আজকেই ছবি আপলোড করে কালকেই বিক্রি হয়ে যাবে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। সকল বিষয়কে মাথায় রেখেই আপনাকে এগোতে হবে।

শেষ কথা :অনলাইনে ছবি বিক্রি করে আয় 

অনলাইনে ছবি করে আর করার উপায় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে একটি স্পষ্ট ধারণা পাবেন। আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করতে চান তাহলে আপনাকে সাটার স্টক এডোবি স্টক এর মত  সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। শুধু ছবি আপলোড করলেই চলবে না আপনাকে মানসম্মত ছবি ও কপিরাইট লাইসেন্স পর্যন্ত বিষয়গুলো মেনে চলতে হবে। অনেকেই অন্যের ওয়েবসাইট থেকে ছবি আপলোড করে সেটাকে এডিট করে ব্যবহার করে এ কাজগুলো গুলো করতে যাবেন না।

যদি মানসম্মত ছবি নিয়মিত আপলোড এবং মার্কেটে যেসব ছবির চাহিদা সে অনুযায়ী ছবি আপলোড করেন আপনিও এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবেন তবে আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। তবে রাতারাতি সেল পাবার আশা করবেন না। নীতিমালা মেলে বেশি বেশি ছবি আপলোড করুন  ভালো আয় করতে পারবেন। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। ভালো লাগলে পরিচিত জন ও বন্ধু-বান্ধবের নিকট শেয়ার করার জন্য অনুরোধ থাকলো।


 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Growwithnazmin এর'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url